মোঃ হানিফ মিয়া,লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের কালীগঞ্জে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও দেশীয় অস্ত্রসহ ০৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
মঙ্গলবার (২ জুলাই) দুপুরে রংপুর র্যাব-১৩'র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নূর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার বিকালে ওই উপজেলার দলগ্রাম ইউনিয়নের কৃষ্ণ কিশোর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৪৮ বোতল ফেন্সিডিল ও ০১টি চাইনিজ কুড়াল উদ্ধার করেন।
জানা গেছে, ওই এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব-১৩'র একটি দল। ওই এলাকার অমূল্য রায়ের পুত্র ফনি ভূষন রায় নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে ১৪৮ বোতল ফেন্সিডিল ও ০১টি চাইনিজ কুড়াল উদ্ধার করেন। এ সময় শ্রী ফনি ভূষন রায় (৫৫), পারুল (৫২), আমেনা (৫২), নুর জাহান (৪০), জাহানারা (৩৭) গ্রেফতার করে র্যাব-১৩ ।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে এবং আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss