নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান তুলে ধরাসহ আন্তর্জাতিক শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের সঙ্গে নিরবিচ্ছিন্ন ও কার্যকর যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বহিরাঙ্গণ কার্যক্রম দপ্তর প্রতিষ্ঠিত হয়েছে। রোববার (৩০ জুন) মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখরের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৮৫তম সিন্ডিকেটে বহিরাঙ্গণ কার্যক্রম পরিচালনার এই সিদ্ধান্ত গৃহীত হয়।
আন্তর্জাতিক ছাত্র, শিক্ষক ও গবেষকদের সংশ্লিষ্টতা বৃদ্ধির লক্ষ্যে অভূতপূর্ব উদ্যোগ এই প্রথম বিশ্ববিদ্যালয়ে গৃহীত হলো। এই পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে দপ্তর ও অন্যান্য কার্যক্রম অতিদ্রুত শুরু হবে বলে সিদ্ধান্ত নিয়ে দপ্তরের পরিচালক হিসেবে ফিল্ম এন্ড মিডিয়া বিভাগের সহযোগী অধ্যাপক ড. জিল্লুর রহমান পলকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
বহিরাঙ্গণ কার্যক্রম পরিচালনায় দপ্তর প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, বিশ্ববিদ্যালয়কে অঞ্চল এবং জাতীয় পরিম-লের বাইরে নিয়ে যাওয়ার জন্য এই উদ্যোগ। মূলত বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোর মধ্যে আপাতত শুরু করা হলেও আমাদের লক্ষ্য নজরুল বিশ্ববিদ্যালয়কে বিশ্বময় ছড়িয়ে দেওয়া। সেজন্য বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সাথে আন্ত:বিশ্ববিদ্যালয় চুক্তি বিদেশি ছাত্রছাত্রীদেরকে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যবস্থা করা, বিদেশি শিক্ষকদের এই বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ জানানো, আন্তর্জাতিক যোগাযোগ আরও বেশি বৃদ্ধি করা এই দপ্তরের প্রধান কাজ হবে।
তিনি আরও বলেন, নজরুল বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যেই আমরা তিনটি আন্তর্জাতিক কনফারেন্স সফলভাবে সম্পন্ন করেছি। আন্তর্জাতিকভাবে নানা ধরনের সমঝোতা স্মারক (এমওইউ) ও চুক্তি সম্পন্ন করেছি। এটি আরো বৃদ্ধি ও কার্যকর করা দরকার। মূলত আন্তর্জাতিক যোগাযোগ কার্যকর করার লক্ষ্যে এই দপ্তরটি প্রতিষ্ঠা করা হলো। বিদেশি শিক্ষার্থী, গবেষকদের আবাসন ব্যবস্থা সুনিশ্চিত করতে ইতোমধ্যেই অবকাঠামো নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে।
বহিরাঙ্গণ কার্যক্রম দপ্তর প্রতিষ্ঠার মধ্যদিয়ে নজরুল বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে আন্তর্জাতিকভাবে আরও বেশি সংযুক্ত হবে, এবং আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের অবদান তুলে ধরতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন মাননীয় উপাচার্য।
প্রসঙ্গত, বহিরাঙ্গণ কার্যক্রম দপ্তর প্রতিষ্ঠার মধ্যদিয়ে একটি স্মার্ট ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হিসেবে লক্ষ্যপূরণের পথে নজরুল বিশ্ববিদ্যালয় আরও একধাপ এগিয়ে গেল। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন কার্যকর উদ্যোগে শিক্ষক, শিক্ষার্থীরাও আনন্দিত।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss