আতোয়ার রহমান,টাংগাইল জেলা প্রতিনিধি :
কালিহাতীতে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর গ্রাহক স্বর্গীয় কণা রানী ভৌমিক এর মৃত্যু দাবীর ৩,৮৪,৪৪১/- (তিন লক্ষ চুরাশি হাজার চারশত একচল্লিশ টাকা) মৃত্যুদাবী চেক তার ছেলে এস বি টনি এর নিকট হস্তান্তর করা হয়েছে।
০১ জুলাই ২০২৪ সোমবার বিকেল ৪ ঘটিকায় কালিহাতী সার্ভিসিং সেল এর আয়োজনে উপজেলার খিলদা বাজারে এই চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর কালিহাতী
সার্ভিসিং সেল এর ডি, জি, এম ও ইনচার্জ জনাব মোঃ মনছুর আলীর সভাপতির আসন গ্রহন করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান দীপুল।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আইপিএল গোলাপ এর প্রকল্প প্রধান জনাব মোঃ নুরুল ইসলাম খান,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
খিলদা বাজার পরিচালনা কমিটির সভাপতি নীহার রঞ্জন দাস
এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট
জনাব মোঃ হোসাইন মাহমুদ,
কালিহাতী সার্ভিসিং সেল এ কর্মরত কালি কৃষ্ণ পাল (এজিএম) মোঃ রুহুল আমিন ( এজিএম)মোঃ শাহানুর রহমান(বিএম)
উপস্থিত ছিলেন আরও অনেক কর্মীবৃন্দ
স্থানীয় জন-সাধারণ ও বিশিষ্ট ব্যবসায়ী, প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss