মোঃঅহিদুজ্জামান লস্কর অপু,জেলা প্রতিনিধি:
আজ ৩০ জুন ২০২৪খ্রিঃ রবিবার মোঃমাহবুবুর রহমান বকুল উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুদীর্ঘ ৩৫ বছরের কর্মজীবনের শেষ দিন।
চাকুরি জীবনে উনি হবিগঞ্জ, বাহুবল,মাধবপুর ও সরাইল দীর্ঘ ৩৫ বছ অতিক্রম করেন।এর মধ্যে ২৭ বছর ৬ মাস নিজ এলাকায় সরাইলে কর্মরত ছিলেন। সরাইল উপজেলা সৈয়দটুলা গ্রামের মতিউর রহমান মাষ্টারে বড় ছেলে ডাক্তার মাহবুবুর রহমান। উনার স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।দুই মেয়ে এক ছেলে সন্তানের জনক।
এলাকায় চাকুরি করার সুবাধে এলাকার মানুষজনদের সাথে উনার গভীর সম্পর্ক।সরকারি হাসপাতালে স্পর্শকাতর জায়গা জরুরি বিভাগে দায়িত্ব পালন করেছেন অত্যন্ত দক্ষতার সহিত। উনার কর্মজীবনের অধিকাংশ সময় সরাইলে থাকার সুবাধে এলাকার গরীব রোগীদের আস্তা ভরসা ছিলেন। উনি পরম যত্ন সহকারে চিকিৎসা সেবা দিয়ে আসছেন। আজ হাসপাতালে এলাকার রোগী, সমাজ কর্মী, সাংবাদিক অনেকের সাথে কথা বলে জানা যায় উনার বিদায়ে শূন্যতা বিরাজ করছে যা অপূরনীয়। সরাইল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নোমান মিয়া বলেন,মাহবুবুর রহমান একজ বিশ্বস্ত স্বাস্থ্য কর্মী হিসেবে জরুরি বিভাগের দায়িত্ব অত্যন্ত দক্ষতার সহিত পালন করেছেন। তাঁর অবসর কালীন জীবনের মঙ্গল কামনা করছি।
প্রতিবেদকের সঙ্গে যখন কথা হয় শেষ কর্মদিবসে রোগী দেখে ব্যস্ত সময় পার করছেন। উনি বলেন অবসর সময়ে এলাকার গরীব দুঃখি মানুষের পাশে থেকে চিকিৎসা সেবা দিয়ে যাব জীবনের শেষ সময় পর্যন্ত। মানবিক কর্মবীর মানুষটি মানব কল্যানে নিজকে নিয়োজিত রাখতে সবার ভালবায় সহযোগিতা কামনা করছেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss