মাহাবুল ইসলাম পরাগ গাজীপুর:
গাজীপুরের শ্রীপুরে কিশোরী গৃহকর্মীকে (১৪) ধর্ষণ ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার চিকিৎসক ফরহাদ উজ্জামান শ্রীপুর পৌরসভা বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, ধর্ষণের শিকার ওই কিশোরী ময়মনসিংহ জেলার বাসিন্দা। তাঁর বাবা রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। ভুক্তভোগী তাঁর বাবা-মায়ের সঙ্গে শ্রীপুরে একটি ভাড়া বাসায় থাকে। গত দুই মাস আগে ওই চিকিৎসকের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ নেয় সে। কয়েকদিন পর আসামি ওই কিশোরীকে জোর পূর্বক ধর্ষণ করে এবং ওই ভিডিও তাঁর মোবাইল ফোনে ধারণ করেন। মেয়েটি ধর্ষণের বিষয়টি তার বাবা, মাকে জানালে তারা চিকিৎসকের বাসা থেকে মেয়েকে বাসায় নিয়ে আসেন।
ভুক্তভোগীর মায়ের অভিযোগ, তাঁকে অপরিচিত একটি মোবাইল নম্বর থেকে ফোন দিয়ে ওই আপত্তিকর ভিডিওগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরে তাঁর এক আত্মীয় সামাজিক যোগাযোগমাধ্যমে কিশোরীর আপত্তিকর ভিডিও দেখতে পেয়ে বিষয়টি তাঁকে জানান। এরপর থানায় মামলা দায়ের করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, মামলার পর অভিযুক্ত চিকিৎসককে রাতেই তাঁর বাসার চেম্বার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার তাঁকে গাজীপুর আদালতে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss