শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

  • Update Time : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৯৩ Time View

মাহাবুল ইসলাম গাজীপুর:

সিলেট বিভাগ ছাড়া সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। আজ রোববার সকাল ১০টা থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। সাধারণ শিক্ষাবোর্ডে প্রথম দিনে বাংলা প্রথম পত্র, মাদরাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসির (বিএম/বিএমটি) বাংলা-২ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

আজ সকাল থেকেই রাজধানীতে তীব্র যানজট। সেই সঙ্গে বৃষ্টি। ফলে ব্যাপক ভোগান্তিতে পড়তে হয় পরীক্ষার্থীদের। অনেকে কেন্দ্রে আসতে পারেনি নির্দিষ্ট সময়ে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আগামী সাতদিন রাজধানীসহ সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিক্ষা বোর্ড বলছে, বৃষ্টির কারণে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশের নিয়মে শিথিলতা আনা হচ্ছে।

সিলেটের স্থগিত হওয়া ৪টি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ আগস্টের পর। তবে একসঙ্গেই ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড। সিলেট অঞ্চল ছাড়া বাকি সব বোর্ডের ১৩ লাখ ৫৪ হাজার ৯১১ জন বসছেন এই পরীক্ষায়।

বন্যার কারণে পেছানো হয়েছে সিলেট অঞ্চলের পরীক্ষা। সাধারণ শিক্ষা বোর্ডের ৮২ হাজার ৭৯৫ জন এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের ১৩ হাজার ৮৪ জনের পরীক্ষা শুরু হবে ৯ জুলাই। স্বাভাবিক রুটিন অনুযায়ীই চলবে এই পরীক্ষা। আর স্থগিত হওয়া বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র এবং ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে অন্যান্য বিষয়ের লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর।

আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বায়ক অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘স্থগিত হওয়া পরীক্ষাগুলো আমাদের রুটিনের সবশেষ যে জায়গাটা সেখানে নেওয়া হবে।’

প্রশ্ন ফাঁসের বিষয়ে অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ‘আমাদের এখানকার পদ্ধতিতে আমরা প্রশ্ন সেটিং করি, মুদ্রণ করি, মডারেট করি, প্যাকেজিং এবং পরিবহন করি এই পদ্ধতিতে প্রশ্ন ফাঁস হওয়ার সুযোগ নেই।’

শিক্ষকেরা বলছেন, এসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁস বা পরীক্ষা পেছানোর গুজব ছড়ানো হয়। এসব বিষয়ে সতর্ক থাকতে হবে সবাইকে।

উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ জহুরা বেগম বলেন, ‘ এই প্রলোভনে যেন বিশ্বাস না করে এবং অভিভাবকদের প্রতিও অনুরোধ থাকবে যে বিভিন্ন রকমের টাকা-পয়সার আদান-প্রদান হয় সে বিষয়ে সজাগ থাকে। এই বিষয়গুলো নিশ্চয় শিক্ষার্থীর কাছে থাকে না। সুতরাং এই অভিভাবকরা যেন ওই প্রলোভনে পা না দেয়।’

এদিকে, এবারের এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নকল মুক্ত পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে ২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102