আরিফ হোসেন রুদ্র ( রায়পুর লক্ষ্মীপুর):
লক্ষ্মীপুরের রায়পুরে একটি রেষ্টুরেন্টের কেবিনে প্রেমিকার হাতে প্রেমিকের গোপনাঙ্গন কর্তন খবর পাওয়া গেছে।শনিবার ( ২৯ জুন ) দুপুরে উপজেলার আলতাফ মাষ্টার ঘাটের কলাপাতা রেষ্টুরেন্টে এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
এ বিষয়ে কলপাতা রেষ্টুরেন্টের পরিচালক ঘটনাটির সত্যতা স্বীকার করে বলেন, শুনেছি আমাদের ঘাটে ছেলে ও মেয়ে একসাথে আসে এক পর্যায়ে মেয়েটি ছেলের গোপনাঙ্গ কেটে পেলে। এছাড়া এ বিষয়ে আমি আর কিছু জানি না।রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইয়াছিন ফারুক মজুমদার বলেন, মাত্র শুনেছি, মেয়েটি প্রবাসীর বউ বলে জানতে পেরেছি তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, প্রেমিক আল আমিন চাঁদপুর জেলার ফরিদগঞ্জের কালিবাজার এলাকার জমাদার বাড়ির সহিদুর রহমানের ছেলে, প্রেমিক আল আমিন বর্তমানে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss