মোঃ মাঈনউদ্দীন,সন্দ্বীপ উপজেলা প্রতিনিধি, চট্টগ্রাম:
সন্দ্বীপ উপজেলার ১৭ নং মগধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের তপসিল ঘোষনা করা হয়েছে।গত ২৭ জুন বৃহস্পতিবার এই নির্বাচনের তপসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন।গতকাল নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শাহজালাল চট্টগ্রাম বিভাগের মগধরা ইউনিয়ন সহ ২২ টি ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের তপসিল ঘোষনা করেন।
তপসিল অনুযায়ী বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী ৪ জুলাই প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।৫ জুলাই মনোনয়নপত্র যাচাই বাচাই হবে।এই ৬ জুলাই হতে ৮ জুলাই পর্যন্ত আপিল গ্রহন করা হবে।আপিল নিষ্পত্তি হবে ৯ জুলাই।
প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন ১০ জুলাই, প্রতিক বরাদ্দ হবে ১১ জুলাই,নির্বাচন অনুষ্ঠিত হবে ২৭ শে জুলাই।
উল্লেখ্য, গত ১৫ ই এপ্রিল এস এম আনোয়ার হোসেন মগধরা ইউপি চেয়ারম্যান থেকে পদত্যাগ করে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করায় পদটি শূন্য ঘোষনা করা হয়।