নীলফামারী প্রতিনিধিঃ মোঃ গোলাম রব্বানী:
নীলফামারী ডোমারে বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের ব্যবস্থাপনায় ৬৩৬ ও ৬৩৭ তম স্কাউটিং বিষয় ওরিয়েন্টেশন কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৭ জুন দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা স্কাউটস কমিশনার নাজিরা আখতার ফেরদৌসী চৌধুরীর সভাপতিত্বে ওরিয়েন্টেশন কোর্সের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটস এর সভাপতি নাজমুল আলম বিপিএএ।
ডোমার উপজেলা স্কাউটসের আয়োজনে এ সময় অন্যান্নদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন জেলা কমিশনার বিনয় রায়, লিডার ট্রেইনার প্রতিনিধি কোহিনূর ইসলাম, সহ সভাপতি রবিউল আলম, এএলটি প্রভাত কর্মকার, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, কোষাধ্যক্ষ আলহাজ্ব আশফাক সারোয়ার সিদ্দিকী, উডব্যাজার তানিয়া পারভীন, আকতার জাহান বিউটি, শাহানারা লাকী, আমিনুল ইসলাম বাবু, আনোয়ারুল হক, তুর্য বসুনীয়া, শাকলী মুক্ত মহাদলের সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম বাবু প্রমুখ।
আলোচনা শেষে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সে ৬৩৬ ও ৬৩৭ তম ব্যাচে অংশগ্রহণকারী সকলের হাতে সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss