শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
২৬ জুন বুধবার শেষ রাতে বগুড়া জেলা কারাগার থেকে ৪ জন ফাঁসির আসামি জেলখানার জাফলং ছেলের ২ নং কক্ষের ছাদ ফুটো করে রশীর সাহায্যে দেয়াল বেয়ে জেলখানা হতে পালিয়ে যায়। ঘটনার জানাজানি হলে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বগুড়া শহরের চেলোপাড়া থেকে পুনরায় আসামিদেরকে গ্রেফতার করে।
বর্তমানে তারা ডিবি পুলিশের হেফাজতে আছে ।
পলাতকৃত ৪ জন আসামিরা হলেন
বগুড়া জেলার কাহালু উপজেলার উলট্র পূর্বপাড়া এলাকার মোঃ আব্দুল মান্নান এর ছেলে মোঃ জাকারিয়া (৩৪)
কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গবাড়ী উপজেলার দিয়াডাঙ্গা এলাকার মৃত আজিজুল হকের ছেলে নজরুল ইসলাম মজনু (৬০) নরসিংদীর ফজরকান্দি এলাকার মৃত ইসরাফিল খাঁর ছেলে আমির হামজা ওরফে আমির হোসেন(৪১) বগুড়ার সদর এলাকার মৃত ইসমাইল শেখের ছেলে ফরিদ শেখ (৩০)।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss