মাহাবুল ইসলাম পরাগ:
আশুলিয়া থানাধীন ভাদাইল পূর্ব পাড়া সোহাগের বাসায় দুপুর আনুমানিক ৩ঘটিকার সময় প্রেমিক শহিদুল ইসলাম বিদ্যুৎ (৩২)এর হাতে জবাই হোন প্রেমিকা সুমাইয়া আক্তার (২৪)।
এসময় এলাকার লোকজন তাৎক্ষণিকভাবে তাকে আটক করে হত্যাকাণ্ডের মূল আসামিকে শহিদুল ইসলাম বিদ্যুৎ (৩২)। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে Rab 4 উপস্থিত হন। ঘটনাস্থলে Rab 4 উপস্থিত হলে এলাকার লোকজন আসামিকে Rab 4 হাতে হস্তান্তর করে।
জবাই করেন নাটোর জেলার লালপুর থানার গোপালপুর গ্রামের আবুল হোসেনের ছেলে শহিদুল ইসলাম বিদ্যুৎ (৩২)।শহিদুল ইসলাম বিদ্যুৎ ঢাকার আশুলিয়া থানাধীন ভাদাইল পূর্ব পাড়া সোহাগের বাসার ভাড়াটিয়া।ভিকটিম সুমাইয়া আক্তার (২৪) স্বামী মাসুদ রানা। সুমাইয়া আক্তার রংপুর জেলার বদরগঞ্জ থানার মুন্সিপাড়া গ্রামের বাসিন্দা।তারা আশুলিয়া থানাধীন ভাদাইল পূর্ব পাড়া একই বাসার ভাড়াটিয়া।এলাকার লোকজন বলেন শহিদুল ইসলাম বিদ্যুৎ ও সুমাইয়া আক্তার তারা দীর্ঘদিন যাবত অবৈধ সম্পর্কে জড়িত ছিলেন । দুই ফ্যামিলির সবাই এ বিষয়ে জানতো এবং অনেকবার বাড়িওয়ালা গোপনে সবাই এদের সমাধান ও বিচার করেছিল। তাদের দেড় বছরের সম্পর্ক ছিলো বলে জানা যায়।
Rab 4 সাভার ক্যাম্প এর কমান্ডার রাকিব মাহমুদ জানায়। পরকীয়া প্রেমের কারণে এই হত্যাকাণ্ড ঘটে, আমরা হত্যায় ব্যবহৃত ছুরি ও আলামত সংগ্রহ করেছি, আইন অনুযায়ী মামলা প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss