ইব্রাহীম খলিল উল্লাহ সেন্টু,জেলা প্রতিনিধি নরসিংদী:
"নরসিংদী জেলা পুলিশের বিভিন্ন ইউনিট কর্তৃক পরিচালিত অভিযানে গত ২৪ ঘন্টায় ০৩ কেজি গা*জা ও ৬১ পিস ই*য়াবা উদ্ধারসহ মোট ০২ জন গ্রেফতার এর পাশাপাশি বিভিন্ন অপরাধে সর্বমোট ১৮ জন গ্রেফতার"
২৫-০৬-২০২৪ ইং তারিখ পুলিশ মিডিয়া সেল নরসিংদী তথ্য মতে জানা যায়,গত ২৪ ঘন্টায় নরসিংদী জেলা পুলিশের বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা শাখা পরিচালিত বিশেষ অভিযানে ০৩ কেজি গা*জা ও ৬১ পিস ই*য়াবা উদ্ধারসহ বিভিন্ন অপরাধে মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়। এরমধ্যে জেলা গোয়েন্দা শাখা নরসিংদী কর্তৃক ২৪ জুন ২০২৪ রাত ০০.৩০ ঘটিকায় নরসিংদী মডেল থানাধীন ভেলানগর এলাকা হতে-০৩ কেজি গাঁ*জা উদ্ধারসহ হেপি বেগম (৩০) নামের ০১ জন গ্রেফতার করা হয়। এছাড়াও মাধবদী থানা কর্তৃক ২৪ জুন ২০২৪ রাত ১৯.৩০ ঘটিকায় মাধবদী থানাধীন মনোহরপুর এলাকা হতে-৬১ পিস ই*য়াবা উদ্ধারসহ মোঃ আবু বক্কর সিদ্দিক (২৮) নামের ০১ জন গ্রেফতার করা হয়। অপর একটি অভিযানে রায়পুরা থানা কর্তৃক পরোয়ানা মূলে-০৫ জন গ্রেফতার করা হয়। অন্যান্য ইউনিট কর্তৃক বিভিন্ন অপরাধে মোট ১১ জন গ্রেফতার করা হয়েছে।
আরও জানা যায়, উল্ল্যেখিত সময়ে নরসিংদী জেলা পুলিশ কর্তৃক মোট-১৯টি গ্রেফতারী পরোয়ানা নিষ্পত্তি করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss