নীলফামারী প্রতিনিধিঃ মোঃ গোলাম রব্বানী:
নীলফামারী ডোমার উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত ডোমার সরকারী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ,বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪জুন) সকাল ১১ টায় কলেজের হলরুমে ছাত্র-ছাত্রীদের দিক নির্দেশনা ও পরীক্ষা উপলক্ষ্যে দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়।
এ সময় অত্র কলেজের প্রভাসক জয়দেব বর্মনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ডোমার সরকারী কলেজ, প্রফেসর এ.কে এম.সিদ্দিকুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারী অধ্যক্ষ পদার্থবিজ্ঞান বিশ্বজিৎ দাস,সহকারী অধ্যক্ষ রসায়ন রাশেদুল হক।
পরে,শিক্ষার্থীদের উদেশ্যে দিক নির্দেশনা মুলক বক্তব্য দেয়, প্রভাসক ইংরেজী রকিবুল ইসলাম রকিব,প্রভাসক রাষ্ট্রিবিজ্ঞান মোহাম্মাদ মোরছালীন ইসলাম,প্রভাসক রাষ্ট্রবিজ্ঞান আব্দুল্লাহ আল মেহেদি,প্রভাসক বাংলা রুপেল চন্দ্র,প্রভাসক উচ্চতার গণিত মশিউর রহমান,প্রভাসক ইসলামের ইতিহাস মোঃ সাজ্জাদুল ইসলাম, ডোমার সরকারী কলেজ ছাত্রলীগ সভাপতির সপন ইসলাম প্রমখসহ এইচএসসি ২২-২৩ শিক্ষাবর্ষের সকল শিক্ষার্থী বৃন্দ।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss