মাহাবুল ইসলাম গাজীপুর:
গাজীপুর সিটি করপোরেশনের মোগর খাল এলাকায় স্ত্রী ও তাঁর স্বজনদের মারধরে এক যুবকের পা ভাঙেছে।
গাজীপুর সিটি করপোরেশনের মোগর খাল এলাকায় দাম্পত্য কলহের জের ধরে স্ত্রী ও তাঁর স্বজনদের হাতুড়ির আঘাত ও লাঠিপেটায় আলী হোসেন নামে এক যুবকের পা ভাঙার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে মঙ্গলবার ভুক্তভোগী আলী হোসেন বাদী হয়ে গাছা থানায় অভিযোগ দায়েরের পাশাপাশি গাজীপুর জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থায় আইনি সহায়তার আবেদন করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জের পং পাচিহা গ্রামের রতন মিয়ার ছেলে আলী হোসেন মোগর খাল এলাকায় স্থানীয় মান্নানের ভাড়া বাসায় ছেলেমেয়ে ও স্ত্রী চুমকি আক্তারকে নিয়ে বসবাস করতেন। গত ১৮ জুন রাত সাড়ে ১২টায় তাঁদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। এর জের ধরে চুমকি আক্তার স্বর্ণালংকার ও কাপড় চোপড় নিয়ে তাঁর ভাই নাসিমের বাসায় চলে যান।
পরে দুপুর দেড়টার দিকে অভিযুক্ত চুমকি আক্তার, তাঁর ভাইসহ অজ্ঞাতনামা ৫-৬ জন লোক লোহার রড, হাতুড়ি ও লাঠিসোঁটা নিয়ে নতুন বাজার এলাকায় আলী হোসেনের মা টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক্স নামের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এসময় আলী হোসেন ও তাঁর বয়স্ক মা বাঁধা দিলে অভিযুক্তরা এলোপাতাড়ি মারধর শুরু করে। এক পর্যায়ে স্ত্রী চুমকি আক্তার দোকানের ক্যাশ বাক্স ভেঙে ব্যবসার মূলধন তিন লাখ টাকা নিয়ে নেয় এবং হাতুড়ি দিয়ে আলী হোসেনের মাথা লক্ষ্য করে সজোরে আঘাত করেন। তিনি সামান্য সরে গেলে তাঁর পায়ের গোড়ালির দিকে হাতুড়ির আঘাত লেগে বাম পায়ের হাড় ভেঙে যায়। পরে স্থানীয়রা আলী হোসেনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ব্যাপারে আলী হোসেনের শ্যালক নাসিম বলেন, ‘অন্য মেয়ের সঙ্গে সম্পর্কের জের ধরে আমার বোন চুমকি আক্তারকে মারধর করে আলী হোসেন। এ ঘটনায় আমরা আদালতে মামলা দায়ের করেছি। এখন ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার জন্য আলী হোসেন মিথ্যা অভিযোগ করছেন।’
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss