শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ায় করতোয়া নদীর পাড় থেকে এক নারীর দুই হাতের কাটা কবজি উদ্ধার করছে পুলিশ।
শনিবার সকাল ৮ টার দিকে শহরের মাটিডালি এলাকা থেকে কবজি দুটি উদ্ধার করা হয়।
মাটিডালি ২য় বাইপাস সড়কের ব্রীজ ও লোহার ব্রীজের মাঝামাঝি এলাকায় করতোয়া নদী হতে হাতের কবজি দুটি উদ্ধার করা হয়েছে। এলাকার কয়েকজন কিশোর সেখানে একটি পলিথিনের মধে কবজি দুটি ভেসে যেতে দেখে। পরে খবর পেয়ে কবজি দুটি উদ্ধার করা হয়। এ সময় বিপুল সংখ্যক উৎসুক জনতা ভিড় করে।
ফুলবাড়ি ফাঁড়ির ইনচার্জ জানান, কবজি দুটি কোন এক নারীর। কে-বা-কারা ওই নারীর হাতের কবজি দুটি কেটে নদীতে ফেলে দিয়েছে। কার হাতের কবজি তা সনাক্তের জন্য ফিঙ্গার প্রিন্ট নেয়া হয়। কবজি দুটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss