রায়পুর,লক্ষ্মীপুর:
বৃহস্পতিবার সন্ধ্যায় রায়পুর ডিজিটাল সাইন জোন হলরুমে বন্ধু মহলের আয়োজনে উৎসব মুখর পরিবেশে হৈ-হুল্লোড়ের মধ্যে দিয়ে আরিফ হোসেন রুদ্রের ৩৪ তম জন্মদিন পালন করা হয়েছে।আরিফ হোসেন রুদ্রের জন্মদিনে বন্ধু মহল প্রথমে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরে কেক কেটে শুভ জন্মদিনের বার্তা জানায় বন্ধু মহল।
বন্ধুর জন্মদিনের বার্তা দিতে গিয়ে বন্ধু মহলের সদস্যরা কে কার আগে সেলফি বা ফটোসেশান ও গ্রুপ ফটোসেশানে ছিলেন ব্যস্ত। জন্মদিনে আনন্দের মাত্রা দিগুন করতে ছিলো নানান আয়োজন।আরিফ হোসেন রুদ্র এক প্রতিক্রিয়ায় বলেন, বন্ধুদের এমন আয়োজনে কৃতজ্ঞ হয়ে গেলাম।
শুভ জন্মদিন উপলক্ষে বন্ধুদের মিলন মেলায় উপস্থিত ছিলেন, মাতৃ ছায়া হাসপাতালের ফার্মালিষ্ট ওমর ফারুক, রায়পুর আইডিয়াল ডায়াগনস্টিকের ব্যবস্থাপনা পরিচালক এমামুল এহসান, লামচরী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রিপন, রায়পুর সাইন জোনের পরিচালক সাব্বির এনাম চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম চৌধূরী, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী বন্ধু ডি এস নয়ন, আরিফ, প্রবাসী শাহীন আলম, ব্যবসায়ী কামরুল হাসান, সাংবাদিক জাকির হোসেন দিদার, যুবদল নেতা স্বপন কবিরাজ, পৌরসভার কর্মকর্তা মির্জা পারভেজ, গাজী নগর মাদ্রাসার সহকারী শিক্ষক রুবেল গাজী, ইসলামীয়া বেকারীর পরিচালক ফয়েজ উদ্দিন, অন্যান্য নেতৃবৃন্দ।
শুভ জন্মদিনের শুভেচ্ছা বিনিময়ে সকল বন্ধুদের উদ্দেশ্যে বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। বিপদে আপদে যেন সর্বদাই একে অপরের পাশে থাকতে পারি ।