মোঃ গোলাম রব্বানী,নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর সদরে এক সপ্তম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে রনি ইসলাম (৩৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১৩। এ ঘটনায় ৫ বছর আগে ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
বুধবার (১৯ জুন) রাতে র্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।অভিযুক্ত যুবক সদরের চড়চড়াবাড়ী রাননগর এলাকার আব্দুল লতিফের ছেলে।
র্যাব-১৩ প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ৫ বছর আগে ভুক্তভোগীর সাথে অভিযুক্তের প্রেমের সম্পর্ক ছিল। এতে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। পরে ভুক্তভোগী আন্তঃসত্বা হয়ে পড়লে তাকে বিভিন্নভাবে হুমকি দেয়। পরে ভুক্তভোগী স্বজনদের বিষয়টি খুলে বললে তারা গ্রাম্য সালিশে গর্ভপাত করতে ভুক্তভোগীকে দশ হাজার টাকা দেওয়া হয়।
কিন্তু ভুক্তভোগীর বড় বোন পিতৃপরিচয় পাওয়ায় আশায় ২০১৯ সালে সদর থানায় মামলা দায়ের করেন। এতে দীর্ঘদিন পলাতক ছিল অভিযুক্ত, পরে র্যাব ১৩ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss