ইব্রাহীম খলিল উল্লাহ সেন্টুননরসিংদী জেলা( প্রতিনিধি):
অফিসার ইনচার্জ তানভীর আহমেদ, নরসিংদী মডেল থানা এর দিক নির্দেশনায় এসআই(নিঃ)/জয় বনিক সংগীয় ফোর্সের সহায়তায় ১৮/০৬/২০২৪ ইং তারিখ মঙ্গলবার অনুমান ১১.২৫ ঘটিকার সময় নরসিংদী মডেল থানাধী শীলমান্দি ইউনিয়নস্থ সাহেপ্রতাব মোড় সংলগ্ন ৫৩নং সাহেপ্রতাব সরকারী প্রাথমিক বিদ্যালয়ে উত্তর পাশে মৃত খোরশেদ মিয়ার ছেলে সালাহ উদ্দিন দুলাল এর বসত ঘরে অভিযান চালিয়ে মোঃ সালাহ উদ্দিন দুলাল(৫১)কে গ্রেফতার করেন নরসিংদী মডেল থানার পুলিশ, আসামী দুলাল নরসিংদী সদর উপজেলার সাহেপ্রতাব ৫৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের স্থায়ী বাসিন্দা।
ধৃত আসামীর বসত ঘর তল্লাসী করিয়া দেশীয় তৈরী অস্ত্র, গুলি ও অস্ত্র-গুলি সরঞ্জামাদি উদ্ধার পূর্বক ১৮/০৬/২০২৪ ইং তারিখ বেলা অনুমান ১২.২৫ ঘটিকার সময় বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করেন। বর্নিত আসামী দীর্ঘদিন যাবত তাহার বসত ঘরে সরঞ্জামাদি দ্বারা দেশীয় অস্ত্র-গুলি তৈরী করিয়া বিভিন্ন জায়গায় বিক্রি করে মর্মে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় অস্ত্র আইনে নিয়মিত রুজু করিয়া যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
উদ্ধারকৃত সরঞ্জামাদি হইলো
১। দেশীয় প্রযুক্তিতে এসএস এর পাইপ ও ফ্রেম দ্বারা তৈরী একটি দুনালা বন্দুক।
২। দেশীয় প্রযুক্তিতে এসএস এর পাইপ দ্বারা তৈরী একটি ওয়ান শুটারগান।
৩। দেশীয় প্রযুক্তিতে তৈরী ষ্টীলের বুলেটের খোসা-০৮ (আট) টি ও তাজা বুলেট-০৭টি।
৪। মরিচা হাতল যুক্ত ০১ (এক) টি চাপাতি।
৫। লোহার তৈরী হাতলযুক্ত ০১ (এক) টি তলোয়ার।
৬। লোহার তৈরী চাইনিজ কুড়ালের অগ্রভাগ।
৭। ০১ (এক) টি কালো রংয়ের ওয়েলডিং প্রটেকশান গ্লাস।
৮। ০১ (এক) টি সাদা রংয়ের প্লাষ্টিকের কৌটাতে সংরক্ষিত বারুদ এবং ৪৩ টি ফায়ার বক্স দিয়াশলাই।
৯। এসএস এর স্কয়ারবার ও পাইপ এর তৈরী পাইপ কাটিং ষ্ট্যান্ড।
১০। ০১ (এক) টি অনুমান ৩.৫ ইঞ্চি কাচের বোতলে সংরক্ষিত গান পাউডার।
১১। ০১ (এক) টি নীল রংয়ের হাতলযুক্ত হেস্কুব্লেড ।
১২। ০১ (এক) টি ব্লেড সংযুক্ত লাল রংয়ের পাইপ কাটিং মেশিন।
১৩। একটি পেনসিল কম্পাস, যাহা পেনসিল সংযুক্ত।
১৪। ০১ (এক) টি হলুদ হাতলযুক্ত সোল্ডারিং আইরন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss