সোহরাব হোসেন মুন্না করেসপন্ডেন্ট রায়পুরা নরসিংদী:
নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীর পাড় থেকে ৩ দিন পর মৃদুল মিয়া (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।প্রতক্ষ্যদর্শী সুত্রে জানাযায় ঈদুল আযহার আগের দিন ১৬ জুন রবিবার দুপুরে ৪ বন্ধু মিলে নরসিংদীর রায়পুরায় পান্থশালা ফেরিঘাটে মেঘনা নদীতে গোসল করতে আসেন।
গোসল করার জন্য তারা নদীতে নামলে তীব্র স্রোত তাদেরকে ভাসিয়ে নিয়ে যায় তখন স্থানীয় লোকজনের সহায়তায় ৩ বন্ধুকে উদ্ধার করা হলেও মৃদুল মিয়া পানিতে তলিয়ে যাওয়ায় তাকে আর উদ্ধার করা সম্ভব হয়নি।
মৃদুলকে উদ্ধার করতে না পেরে রায়পুরা ফায়ার সার্ভিসে খবর দিলে বিকেলে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসে আশেপাশে তল্লাশি চালায় কিন্ত তারা মৃদুলেকে না পেয়ে বৈরী আবহাওয়ার কারণে তাদের কার্যক্রম সমাপ্ত করে চলে যান।
১৮ জুন ঈদুল আযহার পরের দিন মঙ্গলবার সকালে রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের ফকিরের চর গ্রামের শেষ মাথায় মেঘনা নদীর পাড়ে কচুরিপানার মধ্যে একটি মৃতদের ভাঁসতে দেখে স্থানীয় বাসিন্দারা রায়পুরা থানা পুলিশকে খবর দেয়।রায়পুরা থানার কর্তব্যরত পুলিশ কর্মকর্তা রায়পুরা থানার মির্জাচর নৌ পুলিশ ফাঁড়িতে খবর দিলে মির্জাচর নৌ পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে পাঁচা গলিত অবস্থায় ভাসমান মরদেহটি উদ্ধার করেন।
উদ্ধারকৃত মরদেহটি মৃদুলের স্বজনেরা মৃদুলের বলে সনাক্ত করেন।রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শাহজাহান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করে তিনি জানান আমার ধারণা মৃদুলের সাথে গোসল করতে আসা তার ৩ বন্ধুকে স্থানীয় লোকজন উদ্ধার করতে পারলেও সাঁতার না জানায় মৃদুল পানিতে তলিয়ে যায় তাই তারা তাকে উদ্ধার করতে পারেনি তিনি আরও বলেন মৃদুল তার ইউনিয়নের কমলপুর গ্রামের অটোরিক্সা চালক মোঃ মজিবুর রহমানের ছেলে।
মৃদুলের নানা আব্দুর রউফ মিয়া জানান মৃদুল তার পরিবারের একমাত্র সন্তান সে একটি কলেজে একাদশ শ্রেণীতে লেখাপড়া করার পাশাপাশি ঢাকার একটি কারখানায় শ্রমিকের কাজ করতেন।
মির্জাচর নৌ পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মোঃ আসাদুজ্জামান জানান তারা মরদেহটির সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন এবং মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করেছেন।তিনি আরও জানান তার উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss