আরিফ হোসেন রুদ্র (রায়পুর, লক্ষ্মীপুর):
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রায়পুরবাসী সহ প্রবাসে বসবাসরত এবং বিশ্বের সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র ঈদুল -আযাহার শুভেচ্ছা জানিয়েছেন তিন নম্বর চরমোহনা ইউনিয়ন যুবদলের সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন
তিনি বলেন আত্মত্যাগ এবং মহান আল্লাহ’র প্রেমে আত্মসমর্পণের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল আযহা। মুসলিম জাহানের জন্য খুশির বার্তা নিয়ে বছর ঘুরে আবারও ফিরে এসেছে ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আযহা।মহান আল্লাহ যেন আমাদের কুরবানি”কে কবুল করে। পবিত্র ঈদুল আযাহার খুশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে পক্ষে শপথ নিতে সকলের প্রতি আহবান জানাচ্ছি। আসুন দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হয়।
ঈদুল - আযহার পশু কুরবানীর মধ্যমে নিজেদের পশুত্বকে কুরবানি দিয়ে আমাদের অঙ্গীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা হচ্ছে ঈদুল -আযহার প্রকৃত শিক্ষা।
তিনি বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করেন।কারা নির্যাতনের শিকার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করেন। তিনি দলীয় নেতাকর্মীকে ঐক্য বদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss