মোঃ জাহাঙ্গীর আলম দিনাজপুর দক্ষিণ জেলা প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার 'ফুলবাড়ী দিনাজপুর' মহাসড়কের বারাইহাট নামক স্থানে অটোরিকশা ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও চারজন আহত হয়েছে। নিহত ও আহত সকলেই অটো রিক্সার যাত্রী। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় বারাইহাটের ব্রাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আমবাড়ী থেকে ফুলবাড়ীর দিকে যাওয়া ঐ অটো রিক্সাটিকে ফুলবাড়ী থেকে দিনাজপুর অভিমুখে যাওয়া একটি ট্রাক সামনাসামনি ধাক্কা দিলে ঘটনাস্থলাই অটোচালক ও মদনপুর চৌকারহাট আফজাল প্রমানিকের স্ত্রী জাহানারা নিহত হন এবং অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় । আহতদেরকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রেরণ করলে সেখানে আরেকজন যাত্রী নিহত হয়। আহত মদনপুর চৌকারহাটের কাশেম মিস্ত্রি ও তার স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক হলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার পরে স্থানীয় জনতা ও আহত, নিহতদের পরিবারের লোকজন ফুলবাড়ী দিনাজপুর মহাসড়ক অবরোধ করেন, যার ফলে বারাইহাটের পশ্চিমে ও পুর্বে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ফোর্স নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss