আবু বক্কর সিদ্দিক,উখিয়া কক্সবাজার:
দেশের বিভিন্ন স্থান থেকে ভুয়া ঠিকানায় জন্মনিবন্ধন নিয়ে পাসপোর্ট করেছেন রোহিঙ্গা নাগরিকরা। দালাল চক্র ও অসাধু কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আঁতাত করে নাম-পরিচয় গোপন রেখে জন্মনিবন্ধন ও পাসপোর্ট সংগ্রহ করছেন মিয়ানমার থেকে আশ্রয় নেওয়া অনেক নাগরিক। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের সংশ্লিষ্ট শাখা অনুসন্ধান করে তাদের দেওয়া নাম-ঠিকানার কোনো অস্তিত্ব পায়নি।
এ কারণে নির্দিষ্ট করে ১০২ জনের তালিকাসহ ভুয়া ঠিকানায় নেওয়া জন্মনিবন্ধন বাতিলের জন্য রেজিস্ট্রার জেনারেলকে ব্যবস্থা নিতে চিঠি দিয়েছে পুলিশ। পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।জন্ম সনদ পাওয়া রোহিঙ্গাদের মধ্যে ৭৭ জনের তালিকা পাওয়া গেছে।
এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৪২ জন, বদরগঞ্জের দামোদরপুর ইউনিয়ন পরিষদের ২৩ জন, রংপুরের ২৩ জন, বাগেরহাটের গোতাপাড়া ইউনিয়ন পরিষদ ১১ জন এবং বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন পরিষদের দেওয়া একটি সনদপত্র পাওয়া গেছে। এ ছাড়া বানারীপাড়া উপজেলায় এক রোহিঙ্গাকে জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়েছে বলে জানা গেছে।
গত ২৬ মে জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেলের কাছে পাঠানো এক চিঠিতে বাংলাদেশ পুলিশের পাসপোর্ট শাখার স্পেশাল ব্রাঞ্চ থেকে এসব জন্মনিবন্ধন বাতিলের জন্য অনুরোধ জানানো হয়।
চিঠিতে বলা হয়, ‘সংযুক্ত তালিকায় বর্ণিত ১০২ জন অবৈধ উপায়ে দেশের বিভিন্ন স্থান থেকে জন্মনিবন্ধন গ্রহণ করে বাংলাদেশি পাসপোর্ট সংগ্রহ করেছেন।
গোয়েন্দা তথ্য ও অধিকতর অনুসন্ধান প্রতিবেদন পর্যালোচনায় বিভিন্ন স্থান থেকে দালাল চক্র, অসৎ কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ইত্যাদি ব্যক্তিগণের সহায়তায় প্রতারণামূলকভাবে বাংলাদেশি জন্মনিবন্ধন সংগ্রহ করেছেন। প্রকৃতপক্ষে তালিকায় বর্ণিত জন্মনিবন্ধনধারী ব্যক্তিগণ রোহিঙ্গা সম্প্রদায়ভুক্ত মিয়ানমারের নাগরিক।’
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss