শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন

জ্বীনের আগুন আতঙ্কে পার্বতীপুরে একটি পরিবার ও এলাকাবাসী

  • Update Time : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৯১ Time View

মোঃ জাহাঙ্গীর আলম,দিনাজপুর দক্ষিণ জেলা প্রতিনিধি:

পার্বতীপুরের রেলকলনীতে একটি বাড়িতে জিন কতৃক আগুন লাগানো হচ্ছে এমনটাই দাবি করছেন ওই ভুক্তভোগী পরিবার।ঘটনাটি ঘটেছে পৌরসহরের নিউ কলোনীর ধোপি পাড়ায়।

পরিবারের লোকজন বলছেন,গত ৩জুন(সোমবার)সকালে প্রথম আগুনের সূত্রপাত।এক স্থানের আগুন নিভাতে গেলে পুনরায় আরেক স্থানে আগুন জ্বলছে।এভাবেই চলছে সকাল থেকে গভীর রাত অব্দি।মনে হচ্ছে আমাদের বাড়িতে আগুন বিচরণ করছে।এজন্য হঠাৎ করে দফায়-দফায় আগুন ধরছে।উঠানের ভেজা কাপড়,আনলায় গুছিয়ে রাখা পরিধানের কাপড়,খাটের বিছানা-লেফ-তোশক কিছুই যেন রেহাই পাচ্ছে না।অগ্নিসংযোগের বহু কাপড় আমরা ফেলে দিয়েছি পুকুরে ।

কোথা থেকে আগুনের সূত্রপাত তা কেউ বলতে পারছে না। গত ৮ দিনে প্রায় ২৮বার অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।এই ঘটনায় পরিবারসহ এলাকায় চরম আতঙ্কবস্থা বিরাজ করছে। ভ্যানচালক নুরুর বড় ছেলে সিয়াম বলেন,প্রথমে আমার চতুর্থ বোন শান্তার উপর ভর করে জ্বীন। সে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কারণে তার কাছে টিকতে না পেরে পঞ্চম বোন নবম শ্রেণীর শিক্ষার্থী সানজিদার উপর ভর করে ওই জ্বীন।এজন্য সানজিদা মাঝে-মাঝেই অস্বাভাবিক আচরণ করছে।কখনো-কখনো সে জ্ঞান হারিয়ে ফেলছে।আমাদের মনে হয়,কেউ শত্রুতা করে আমাদের বাড়িতে এই জ্বীন চালিয়ে দিয়েছে।এই আগুন আতঙ্কের কারণে আমার ভ্যানচালক বাবা ও আমি কোন কাজে যেতে পারছি না।ফলে বাড়িতে খাবারও নেই।এদিকে পোষাক পুড়ে যাওয়ায় পরিধানের কাপড় সংকটও রয়েছে।

ভ্যানচালক নুরু বলেন,সবাই বুঝে গেছে আমার বাড়ির ঘটনাটি জ্বীন দ্বারা পরিচালিত হচ্ছে।কারণ,এই আগুন লাগার বিষয়টি শুধু আমার বাড়িতে এবং দোকানেই ঘটছে।অন্য কোথাও ঘটছে না।এর জন্য আতঙ্কে প্রতিবেশীরা কেউ এগিয়ে আসছে না।অনেকেই আমাদের সাথে মিশতে ভয় পাচ্ছে।এরকম একটি ঘটনায় এপর্যন্ত প্রশাসন বা কোন জনপ্রতিনিধি আসলো না আমাদের খবর নিতে।আমরা অত্যন্ত মানবেতর জীবন যাপন করছি।

বিষয়টি সংবাদ কর্মীদের মাধ্যমে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ এন ও) যানতে পেরে এই আগুন আতঙ্কিত অসহায় পরিবারটির খোজ খবর নিতে আসেন এবং অসহায় পরিবারটিকে অর্থ ও চালডাল সহ অন্যান খাদ্য সামগ্রী সহায়তা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102