মোঃ আল-আমিন ইসলামকয়রা(খুলনা)প্রতিনিধি :
সুন্দরবন থেকে ১৩২ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে বনবিভাগ।সোমবার (১০ জুন) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে সুন্দরবন পশ্চিম বনবিভাগের শাকবাড়ীয়া ক্যাম্পের চালকি খাল এলাকা থেকে এসব মাংস উদ্ধার করা হয়। এসময় বনবিভাগের উপস্হিত টের পেয়ে শিকারিরা সুন্দরবনের ভিতরে পালিয়ে যেতে সক্ষম হন।তবে ঘটনা স্হল থেকে ১ টি নৌকা জব্দ করেছে বনবিভাগের সদস্যরা।
ঘটনার সত্যতা স্বীকার করে কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডল বলেন,গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াবাদ ও শাকবাড়ীয়া ক্যাম্পের যৌথ অভিযানে রাত সাড়ে ৩ টার দিকে চালকি খাল এলাকা থেকে ১৩২ কেজি হরিণের মাংসসহ ১ টি নৌকা জব্দ করা হয়েছে।
টর্চ লাইটের আলোয় দুর থেকে ২ জন শিকারিকে সুন্দরবনের ভিতরে পালিয়ে যেতে দেখেছি কিন্তু কাউকে আটক করা সম্ভব হয়নি।
এবিষয়ে বনবিভাগের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss