ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি:
কেশবপুর আশ্রয়ণ-২ প্রকল্প ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে। সোমবার ১১ জুন সকাল ১১ টায় কেশবপুর উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেনের সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডর সঞ্চালনায়।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ১৮,৫৬৬ টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। প্রকল্প উদ্বোধনের পর কেশবপুর উপজেলার আলতাপোল আশ্রয়ণ প্রকল্পের ৮০ টি গৃহহীন পরিবারের মাঝে জমি ও ঘরের দলিল হস্তান্তর করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানভীর হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর হোসেন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, সাংবাদিক ও কেশবপুর উপজেলার বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss