মোঃ আল-আমিন ইসলাম,কয়রা খুলনা প্রতিনিধি:
খুলনার কয়রায় উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তি পূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।নির্বাচনে বেসরকারি ফলাফল অনুযায়ী মটর সাইকেল প্রতীকে ৩৫ হাজার ৯১৭ভোট পেয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি জি এম মেহাসিন রেজা কয়রা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি এস এম শফিকুল ইসলাম আনারস প্রতীকে পান ২৭ হাজার ৩২৩ ভোট।
অপরদিকে তালা প্রতীকে ২৪ হাজার ৬৩ভোট পেয়ে মোঃ মেহেদী হাসান উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম যুবলীগ নেতা আরাফাত হোসেন টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৩৬৩ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাসিমা আলম হাঁস ,প্রতীকে ৩৩হাজার ৮৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম উপজেলা যুব মহিলালীগ নিলীমা রানী বল প্রতীকে পেয়েছেন ১৬হাজার ৭১৭ ভোট।
রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬৭ টি কেন্দ্রে বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।এছাড়া উপজেলার সবখানে শান্তি পূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তবে নির্বাচনে তুলনামূলক ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল।নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার বিএম তারিক উজ -জামান।
নির্বাচনে চেয়ারম্যান পদে ৩, ভাইস চেয়ারম্যান পদে ৯ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।