মোঃ আবু বকর সিদ্দিক (অপু), সখীপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের সখীপুরে সাপের কামড়ে সিয়াম হোসেন (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৮ জুন) রাত আটটার দিকে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সিয়াম ওই এলাকার সৌদি প্রবাসী ফরহাদ হোসেনের ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র।
জানা যায়, সিয়াম শনিবার রাতে ঘরের খাটে খেলাধুলা করছিল। খেলা শেষে খাট থেকে নামার পর ঘরের মেঝেতে থাকা বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে চিকিৎসার জন্য সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে সাপের ভ্যাকসিন না থাকায় সিয়ামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য আব্দুস সামাদ মিয়া বলেন, প্রবাসী বাবার একমাত্র ছেলে সন্তান ছিল সিয়াম। সে স্থানীয় একটি কওমী মাদ্রাসার ছাত্র ছিল। গতরাতে তাকে সাপে কেটেছে। এ ঘটনায় ওই পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss