
নানা আয়োজনের মধ্য দিয়ে রায়পুর প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে দৈনিক যায়যায়দিন পত্রিকার রায়পুর উপজেলা প্রতিনিধি মুকুল পাটোয়ারীর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইয়াসিন ফারুক মজুমদার।
এ সময় বক্তব্য রাখেন, রায়পুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ জুটন, বক্তব্য রাখেন রায়পুর প্রেসক্লাবের আহ্বায়ক পীরজাদা মাসুদ হোসেন, সদস্য সচিব তাবারক হোসেন আজাদ, তুহিন চৌধুরী, দেলোয়ার হোসেন দুলাল, আরো উপস্থিত ছিলেন কালবেলা পত্রিকার সাংবাদিক মাজেদ হোসেন, সুদেব কুরি, দৈনিক ঢাকা পত্রিকার সাংবাদিক আরিফ হোসেন রুদ্র, জাকির হোসেন দিদার। পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজাদ হোসেন রুবেল, মীর সাব্বির প্রমুখ।
আলোচনাসভায় অতিথি বৃন্দ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য যায়যায়দিন পত্রিকার ভুঁয়াশি প্রসংশা করেন এবং আগামীদিনে পত্রিকাটির উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করেন। আলোচনাসভা শেষে অতিথিবৃন্দসহ সকলে মিলে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।