
সরাইল অরুয়াইল সিএনজি যোগাযোগ বন্ধ। ঘটনার বিবরণ জানা যায় সরাইল বিএডিসি সিএনজি স্ট্যান্ড নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হওয়ায় বিএডিসি নিয়ন্ত্রণকারী শ্রমিক সংগঠনের সভাপতি হাজী ফরিদ মিয়া ও মালিক সংগঠনের সভাপতি হারুন মিয়া সাথে অপর সংগঠনের শ্রমিক নেতা সভাপতি মিসির আলি ও সাধারণ সম্পাদক রাশেদ মিয়ার।সংগঠনের বিরোধ বিএডিসি স্টান্ড নেতৃত্বে নিয়ে।০৪/০৬/২০২৪খ্রিঃ আজ সকাল আট ঘটিকায় মিসির আলি ও রাশেদের নেতৃত্বে দুই গ্রুপে ভাগ হয়ে এক গ্রুপ উপজেলা শহীদ মিনার প্রাঙ্গন অন্য গ্রুপ বিষুতারা পয়েন্টে অবস্থান করে সিএনজি চলাচল বাধা প্রদান করে করে।
এতে করে সিএনজি চলাচল বন্ধ হয়ে যায়। সরাইল অরুয়াইল রাস্তাটির যাত্রী সাধারণ অভিযোগ সিএনজি চলাচল বন্ধ হওয়ায় সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে। এমনতা অবস্থায় যাত্রী সাধারণের দুর্ভোগ লাঘবে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে সাধারণ জনগণ।এই ব্যাপারে সরাইল থানার সেকেন্ড অফিসার আ.স.ম আতিকুর রহমান জানান উর্ধতন কতৃপক্ষ উপজেলা নির্বাচনে ব্যস্ত থাকায়, নির্বাচনের পর উভয় পক্ষকে নিয়ে বসে সমাধান করা হবে বলে জানান।