
বরাদ্দ করা প্রতীকের সঙ্গে ব্যালট পেপারে ছাপানো প্রতীকের মিল না থাকায় বগুড়া সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে স্থগিত হওয়া ভোট গ্রহণ আগামী ৯ জুন অনুষ্ঠিত হবে। রবিবার নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ব্যাপারে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বগুড়া সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদের নির্বাচন যে পর্যায় থেকে স্থগিত করা হয়েছিল সেই পর্যায় থেকে শুরু করে আইন ও বিধি অনুসারে পূর্ব নির্দেশনার আলোকে পদ্ধতিগতভাবে প্রচারণার অনুমতিসহ ৯ জুন ভোট গ্রহণের মাধ্যমে সম্পন্ন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে গত ২৯ জুন সকাল ৮টায় ভোট শুরুর পর বগুড়া সদর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে ইফতারুল ইসলাম মামুন নামে এক প্রার্থী বরাদ্দকৃত প্রতীকের সাথে ব্যালটে থাকা প্রতীকের অমিলের অভিযোগ করেন৷ প্রতীক বরাদ্দের দিন তাকে কাঠিযুক্ত আইসক্রিমের যে ছবি দেখানো হয়েছিল তা ব্যালটে তার পরিবর্তে কোন জাতীয় আইসক্রিম প্রতীক দেখা যায়। পরবর্তীতে বিষয়টি নির্বাচন কমিশনে অবহিত করলে কর্তৃপক্ষ ওই পদে ভোট গ্রহণ স্থগিতের নির্দেশ দেন।’
সদর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ১৬ জন। তারা হলেন – এস এম শরিফুল আলম শিপুল (টিয়াপাখি), বর্তমান ভাইস চেয়ারম্যান জাপা নেতা ইকবাল হোসেন (লাঙ্গল), ইফতারুল ইসলাম মামুন (আইসক্রিম), এমআর বিপ্লব (তালা), ওবাইদুল্লাহ (মাইক), সোহাগ হোসেন (চশমা), কামরুল বাশার খান (বৈদ্যুতিক বাল্ব), জাকিরুল ইসলাম (গ্যাস সিলিন্ডার), মশিউর রহমান (পালকি), রাজিদুর রহমান (বই), রুকানুজ্জামান (টাইপ রাইটার), শফিউল্লাহ সরকার (ক্রিকেট ব্যাট), সুরুজ শেখ (ঘুড়ি), হাবিব হাসান (উড়োজাহাজ), রায়হান শেখ (পানপাতা) ও দিপংকর কুমার দাস (টিউবওয়েল)।
এর আগে গত ২৯ মে ভাইস চেয়ারম্যান বাদে চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের ভোট অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে বগুড়া জেলা যুবলীগ সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা লীগ নেত্রী তহমিনা আকতার রেশমী বিজয়ী হন।