বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে "সবুজ চিন্তা, সতেজ মন" স্লোগান নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিলো গ্রীন ক্যাম্পাস নামক সবুজ চিন্তাধারী একটি পরিবেশবাদী সংগঠন।
সংগঠনটি প্রতিষ্ঠা করেন জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক দ্রাবিড় সৈকত।আজ ৩রা জুন,২০২৪ রোজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়স্থ চক্রবাক ক্যাফেটেরিয়ায় সংগঠনটির প্রতিষ্ঠাতা দ্রাবিড় সৈকত নতুন কার্যনির্বাহী কমেটি ঘোষনা করেন। উক্ত কমেটিতে সভাপতি হিসেবে সাজন চন্দ্র পাড় ও সাধারন সম্পাদক হিসেবে মোস্তফা কামালের নাম ঘোষনা করা হয়।
অতঃপর প্রতিষ্ঠাতা দ্রাবিড় সৈকত সভা পরিচালনার দায়িত্ব সদ্য ঘোষিত সভাপতি সাজন চন্দ্র পাড় এর কাছে হস্তান্তর করেন। তিনি কমেটিতে অন্তর্ভুক্ত হওয়া অন্য সব সদস্যদের নাম ঘোষনা করেন।কার্যনির্বাহি কমেটির সহঃ সভাপতি হিসেবে আছেন ইভান তালুকদার, সহঃ সাধারন সম্পাদক হিসেবে আছেন আশিকুর রহমান তানভির এবং সাংগঠিক সম্পাদক হিসেবে মিফতাহুল ইসলাম পাপ্পুর নাম ঘোষনা করা হয়।
উক্ত কমেটি ঘোষনা অনুষ্ঠানে উক্ত সংগঠনের সাবেক বর্তমান সহ প্রায় ৫০ জন্য সদস্য উপস্থিত ছিলেন। কমেটি ঘোষনার পর সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা দ্রাবিড় সৈকত এবং সাবেক সক্রিয় কর্মী রাতুল হাসান মুন্সি।উক্ত আলোচনা পর্বে সমাপনী বক্তব্য রাখেন নবগঠিত কমেটির সাধারন সম্পাদক মোস্তফা কামাল। তিনি তার বক্তব্যে দৃঢ় কন্ঠে নজরুল বিশ্ববিদ্যালয়কে সবুজায়নের একটি মডেল হিসেবে গড়ে তুলার প্রত্যয় ব্যাক্ত করেন।
আলোচনা সভার পর সংগঠনটির প্রতিষ্ঠাতা, সদ্য ঘোষিত কার্যনির্বাহী কমেটির সভাপতি, সাধারণত সম্পাদক অন্য সব সদস্যদের নিয়ে নজরুল ভাষ্কর্যে ফটোসেশনের আয়োজন করেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss