বাংলাদেশ মানবাধিকার ব্যুরো'র খুলনা জেলার কয়রা উপজেলা শাখার আয়োজনে স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ ও উপজেলা শাখার সদস্যদের সাথে জেলা শাখার নেতৃবৃন্দের পরিচিতি এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তৃতা করেন সংগঠনের খুলনা জেলা শাখার সিনিয়র সহসভাপতি বাংলাদেশ রুরাল ডিভোলপমেন্ট বোর্ডের সাবেক উপ-পরিচালক রুস্তম আলী হাওলাদার, সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ দিদারুল আলম, কয়রা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সদর উদ্দিন, জেলা শাখার যুগ্ম সম্পাদক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা হাবিবুল্লাহ খান, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন, কার্যনির্বাহী সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম, নাসির আঁকন, প্রকৌশলী আজিজুল হক, শেখ শওকত আলী, সাংবাদিক রিয়াছাদ আলী, শরিফুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কয়রা উপজেলা শাখার আহবায়ক তরিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোঃ কামাল হোসেন। এ সময় সংগঠনের জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দসহ স্থানীয় শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss