নীলফামারী ডোমারে নেশার টাকা না পেয়ে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে রাব্বি হোসেন (১৮) নামে এক মাদকসেবী।
ঘটনাটি ঘটেছে ডোমার পৌরসভার ১নং ওয়ার্ড মাদ্রারাসা পাড়া এলাকায়। মৃত রাব্বি হোসেন নেয়াজ আলী এবং রুপালী বেগম দম্পতির একমাত্র ছেলে।
রবিবার(২জুন) সকাল সাড়ে নয়টায় মায়ের কাছে মাদক ক্রয়ের টাকা না পেয়ে নিজ বাড়ীর সামনে আম গাছের ডালে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই মাদকাসক্ত কিশোর। খবর পেয়ে ডোমার থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠায়।
রাব্বির মা রুপালী বেগম জানান, ছেলেকে মাদকের কবল থেকে বাঁচাতে এবং তার নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে উপজেলা প্রশাসন,থানা পুলিশের সহযোগীতা চেয়েও এর কোন প্রতিকার পাওয়ার আগেই ছেলে রাব্বি আত্মহত্যা করেন।মৃত রাব্বির বাবা দিনমজুর নেয়াজ আলী কান্না জড়িত কন্ঠে বলেন,সকালে ছেলে টাকা চাইলে বিশ টাকা দেই। কিন্তু সেই টাকায় তার মাদক কেনা হবে না। আরো টাকা চায়, কিন্তু ছেলেকে মাদক কেনার টাকা দিতে না পারায় সে ক্ষোভে আত্মহত্যা করে।
ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহসীন আলী মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন,ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss