মানব দেহের পুষ্টি ঘাটতি কমাতে দুগ্ধ শিল্পের উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।দুগ্ধ দিবসে এমপি মতিয়ার।
“টেকসই দুগ্ধ শিল্প সুস্থ মানুষ, সবুজ পৃথিবী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় লালমনিরহাটে র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে।
শনিবার (১ জুন) সকাল সাড়ে দশটায় জেলা কালেক্ট্রেরেট মাঠ থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদ মিলনাতন (পুরাতন ভবন)এর সামনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
লালমনিরহাট জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য অ্যাড মতিয়ার রহমান এমপি। অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ, পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, লালমনিরহাট পৌর মেয়র রেজাউল করিম স্বপন, আদিতমারী উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. স্বপন চন্দ্র প্রমুখ উপস্থিত ছিলেন।
র্যালি ও আলোচনা সভায় জেলার সরকারি বিভন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, দুগ্ধ খামারি, সাংবাদিকসহ গাভী পালনকারীরা অংশ নেন।
আলোচনা সভায় সংসদ সদস্য মতিয়ার রহমান বলেন, মানব দেহের পুষ্টি ঘাটতি কমাতে দুগ্ধ শিল্পের উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। সেই সাথে দেশে দুগ্ধ উৎপাদন আরো বাড়ানো সম্ভব হলে এর মাধ্যমে শুধু পুষ্টির চাহিদাই পূরণ হবে না, অর্থনৈতিকভাবেও খামারিরা বেশ লাভবান হবেন।
লালমনিরহাট জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোঃ জাহাঙ্গীর আলম বলেন, বর্তমানে জেলার দুধের চাহিদা ১.০৪০ লক্ষ মেট্টিক টন থাকলেও সকলের আন্তরিক প্রচেষ্টার সুফল হিসেবে উৎপাদন হচ্ছে ১.০২৭ লক্ষ মেট্টিক টন। আমাদের এ ধারবাবাহিকতা বজায় রেখে জেলার উদ্বৃত্ত দুধ বর্তমানের তুলনায় আরো অধিক পরিমাণ জেলার বাইরেও পাঠানো সম্ভব হবে।
অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন, লালমনিরহাট সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুস সামাদ।