"তামাক কোম্পানীর হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি" এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) ও উশিকা সমাজ কল্যাণ সংস্থা এর আয়োজনে অনুষ্ঠিত হয় অবস্থান কর্মসূচি ও বর্ণাঢ্য তামাক বিরোধী র্যালি।
“জনস্বাস্থ্য সুরক্ষায় আসন্ন বাজেটে তামাকের মূল্য ও কর বৃদ্ধি হোক” শীর্ষক অবস্থান কর্মসূচীর আওতায় সারা দেশের ন্যায় ময়মনসিংহেও ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আজ ১লা জুন ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে বর্ণাঢ্য র্যালিতে সভাপতিত্ব করেন উশিকা সমাজ কল্যাণ সংস্থার পরিচালক মোঃ আব্দুল কদ্দুস।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপারেনটেন্ট নাজমুল হক খান, রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, ময়মনসিংহ আর এন বির অফিসার ইনচার্জ মেহেদী হাসান , নাটাবের প্রোগ্রাম অফিসার রবিউল ইসলাম প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss