
বগুড়া শিবগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের চৌকিরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার (৩১ মে) রাত সোয়া ৮ টার দিকে নিহত ব্যক্তি হলেন, শিবগঞ্জ উপজেলার সাদুল্লাপুর বটতলা গ্রামে মোঃ আলিম উদ্দিনের ছেলে মো. মজনু মিয়া (৩৫)। রাত ৮ টার দিকে চৌকিরঘাট এলাকায় একটি দ্রুতগতিতে ট্রাক এসে ইজিবাইকটিকে ধাক্কা দেয় এতে দুমড়ে-মুচড়ে যায় ইজিবাইকটি। ঘটনাস্থলেই নিহত হয় ইজিবাইক চালক মজনু মিয়া। পরে হাইওয়ে পুলিশের সদস্যরা লাশ টি উদ্ধার করে। এ ঘটনায় ট্রাক কে আটক করা সম্ভব হয়নি।
এসব তথ্য নিশ্চিত করেছেন, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. আশিক ইকবাল।