ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের তৃতীয় ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ মে) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়।
চেয়ারম্যান পদে: তৃতীয় ধাপে শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে শিবগঞ্জ আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তা বিজয়ী হয়েছেন, তিনি প্রায় সাড়ে ১৫ হাজার ভোটের ব্যবধানে বর্তমান উপজেলা চেয়ারম্যান মোঃ ফিরোজ আহমেদ রিজুকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বেসরকারি ফলাফলে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার মোট ১১৪টি কেন্দ্রের মধ্যে সব কয়টি কেন্দ্রের ফলাফলে আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তা আনারস প্রতীকে মোট ৪৮ হাজার ৭৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোঃ ফিরোজ আহমেদ রিজু মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন মোট ৩৩ হাজার ২২৬ ভোট ।
ভাইস চেয়ারম্যান পদে: তৃতীয় ধাপে শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মোঃ শাহনেওয়াজ বিপুল বিজয়ী হয়েছেন ,
বেসরকারি ফলাফলে জানা গেছে, (০৫) জন প্রার্থী শিবগঞ্জ উপজেলার মোট ১১৪টি কেন্দ্রের মধ্যে সবকয়টি কেন্দ্রের ফলাফলে (০১) মোঃ শাহনেওয়াজ বিপুল তালা প্রতীক পেয়েছেন মোট ৩৯২৭০ ভোটে নির্বাচিত হয়েছেন, (০২) মোঃ আব্দুল বাকী মাইক প্রতীক পেয়েছেন মোট ১৮৯৬৪ ভোট (০৩) মোঃ আব্দুল্লাহেল শাফী তালুকদার টিউবওয়েল প্রতীক পেয়েছেন মোট ৭০৭৪ ভোট (০৪) মোঃ আরিফ প্রাং চশমা প্রতীক পেয়েছেন মোট ৮৭৬৬ ভোট (০৫) শ্রী প্রসাদ কানু টিয়া পাখি প্রতীক পেয়েছেন মোট ৬৫৬৮ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে: তৃতীয় ধাপে শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছাঃ জান্নাতি আক্তার টুম্পা বিজয়ী হয়েছেন।
বেসরকারি ফলাফলে জানা গেছে, (০৬) জন প্রার্থী শিবগঞ্জ উপজেলার মোট ১১৪টি কেন্দ্রের মধ্যে সবকয়টি কেন্দ্রের ফলাফলে (০১) মোছাঃ জান্নাতি আক্তার টুম্পা কলস প্রতীক পেয়েছেন মোট ৩০২৪০ ভোটে নির্বাচিত হয়েছেন, (০২) মোছাঃ ফাহিমা আক্তার বৈদ্যুতিক পাখা প্রতীক পেয়েছেন মোট ১০২৬৪ ভোট (০৩) মোছাঃ তানজিলা আকতার (পপি) প্রজাপতি প্রতীক পেয়েছেন মোট ৪৮৫১ ভোট (০৪) মোছাঃ ববিতা ফেরদৌসী ফুটবল প্রতীক পেয়েছেন মোট ২১১৮৬ ভোট (০৫) মোছাঃ রুলি বিবি হাঁস প্রতীক পেয়েছেন মোট ২৮৩৯ ভোট (০৬) মোছাঃ শাহানা খাতুন পদ্মা ফুল প্রতীক পেয়েছেন মোট ১৩০৭৮ ভোট।
রিটার্নিং/সহকারি রিটার্নিং অফিসারের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে ফলাফল প্রদানকারি মোঃ আব্দুল হান্নান উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন শিবগঞ্জ বগুড়া।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss