গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নবনির্বাচিত শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটি শপথ নিয়েছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মাহমুদ আলম শিক্ষক সমিতির নেতাদের শপথবাক্য পাঠ করান।
এর আগে ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটি নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়। এতে বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলাম সভাপতি ও তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অপর সদস্যরা হলেন– সহসভাপতি ড. ফজলুল হাসান সিদ্দিকী, যুগ্ম সম্পাদক সাব্বির হুসাইন, কোষাধ্যক্ষ মো. মাজহারুল আলম, সাংস্কৃতিক সম্পাদক মতিউর রহমান, ক্রীড়া সম্পাদক সাদ্দাম হোসেন, দপ্তর সম্পাদক সানজিদ ই ইলাহী, প্রচার সম্পাদক ওসমান আলী, মহিলা সম্পাদক ফাতেমা সুলতানা, সদস্য ড. নাঈম মো. লুৎফুল হক, ড. মো. সাহাব উদ্দিন ও ড. মো. মোস্তাফিজুর রহমান।
এদিকে, সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে মেকানিক্যাল ম্যানুফ্যাকচারিং ও প্রসেস ইঞ্জিনিয়ারিং নিয়ে আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করা হয়। তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান। কনফারেন্স চেয়ার ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আরেফিন কাওসারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন– প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রশীদ।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss