ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা মরহুম এম শামসুল হকের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ ২৭ মে। শামসুল হক ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রাদেশিক পরিষদ সদস্য নির্বাচিত হন।
আজ তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফুলপুর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
সকাল ৮টায় দলীয় কার্যালয়ে মরহুমের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে। বাদ যুহর আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিকাল ৩টায় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ফুলপুর থেকে ওই কর্মসূচিতে প্রায় ১ হাজার নেতাকর্মী নিয়ে অংশ গ্রহণ করবেন বলে জানিয়েছেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব।
মরহুম এম শামসুল হকের রূহের মাগফিরাত কামনা করে মরহুমের পরিবারের পক্ষ থেকে সকল মসজিদের ইমাম ও মাদরাসার পরিচালকদের নিকট দোয়া চাওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss