নীলফামারীর ডোমার থানার এসআই কাজল কুমার রায়ের নেতৃত্বে রোগীর ছদ্মবেশ ধারণ করে আন্তঃজেলা ডাকাত/চোর চক্রের সক্রিয় সদস্য মন্তাজকে আটক করেছে ডোমার থানা পুলিশের অভিযানকারী দল।
গ্রেফতারকৃত মন্তাজ নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।এবিষয়ে ডোমার থানা পুলিশের পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নীলফামারী জেলা পুলিশ সুপারের নির্দেশনা এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার সার্বিক তত্ত্বাবধানে এসআই কাজল কুমার রায়ের নেতৃত্বে ২৪ মে ২০২৪ইং তারিখ থানা পুলিশের একটি চৌকস টিম গত ১৪ই ফেব্রুয়ারী ২৪ ইং তারিখে ডোমার থানার মামলা নং-০৬ এর প্রেক্ষিতে রোগীর ছদ্মবেশ ধারণ করে শুক্রবার দুপুর সোয়া একটার সময় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে ২৩ টি মামলার কুখ্যাত আন্তঃজেলা ডাকাত/চোর চক্রের সক্রিয় সদস্য মন্তাজ আলী (৫২)কে গ্রেফতার করা হয়।
এসময় পুলিশের জিজ্ঞাসাবাদে কুখ্যাত চোর চক্রের সক্রিয় সদস্য মন্তাজ জানায়, সেসহ তার সহযোগী ২/৩ জন নীলফামারী থেকে পিকআপ যোগে রাত আনুমানিক ২ টার সময় ডোমার থানাধীন ধরনীগঞ্জ বাজারে আসে। এরপর সকলে মিলে হাইওয়ের রাস্তা থেকে হাফ কিলোমিটার উত্তরে পিকআপটি রেখে মামলার বাদী আহসান হাবিব লাব্বুর বাড়িতে গিয়ে গোয়াল ঘরের দরজার শিকল কেটে লাল রঙের শাহিওয়ালা গাভী, একটি হালকা কালো ও বাদামী রঙের দেশী গাভীগরুসহ ২টি লাল রঙের বাছুর চুরি করিয়া পিকআপ যোগে রংপুর জেলার হারাগাছ থানাধীন চর চতুরা গ্রামে আসামী আবু বক্করের বাড়িতে নিয়ে যায় এবং আবু বক্কর চোরাই গরু ৪টি একলক্ষ ৫ হাজার টাকায় কিনে নেয়। এরপর তারা গরু বিক্রির টাকা ভাগবাটোয়ারা করে সৈয়দপুরে এসে যে যার মতো চলে যায়।
গ্রেফতারকৃত আসামী মন্তাজের বর্ণনামতে উক্ত চোরাই গরু ক্রেতা আবু বক্করের বাড়িতে ২৪মে সন্ধ্যা ৬টা ৫০মিনিটে অভিযান পরিচালনা করে আবু বক্করকে গ্রেফতার করা হয়, এসময় আবু বক্কর চোরদের কাছ থেকে চোরাই গরুগুলো ক্রয় করার কথা স্বীকার করে এবং পরবর্তীতে সেই গরু চারটি সে অঞ্জাত ব্যক্তির নিকট ১ লক্ষ ২০ হাজার টাকায় বিক্রি করে দেয়। এবং সেই টাকার মধ্যে তার কাছে থাকা ২০ হাজার টাকা পুলিশের হাতে স্থানান্তর করে।
এবিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহসীন আলী জানান, পুলিশ সুপারের নির্দেশনায় এবং গোপন সংবাদের ভিত্তিতে রোগীর ছদ্মবেশ ধারণ করে আন্তঃজেলা ডাকাত /চোর চক্রের সক্রিয় সদস্য মন্তাজকে গ্রেফতার করা হয়, এবং মন্তাজের দেয়া তথ্যমতে হারাগাছ থানাধীন চর চতুরা গ্রামের আবু বক্করের বাড়িতে অভিযান চালিয়ে আবু বক্করকে গ্রেফতার করা হয়েছে।
ইতিমধ্যে আবু বক্কর গরুগুলো বিক্রি করে দিয়েছে এবং তার কাছ থেকে গরু বিক্রির ২০ হাজার টাকা জব্দ করা হয়েছে। অপরদিকে আবু বক্করের দেয়া তথ্য অনুযায়ী তার সহযোগী অপরাপর আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। আজ দুপুরে মন্তাজ এবং আবু বক্করকে জেলা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss