রায়পুরা থানা পুলিশের অভিযানে ০১ (এক) জন অপহৃত ভিকটিম এবং ০১ (এক) টি বিভাটেক উদ্ধার সহ ০১(এক)জন অপহরণকারী গ্রেফতার।
জনাব মোঃ সাফায়েত হোসেন পলাশ অফিসার ইনচার্জ, রায়পুরা থানা, নরসিংদীর এর নেতৃত্বে এসআই/আব্দুল হালিম, এএসআই/রবিউল আলম ও সংগীয় ফোর্সসহ অদ্য ইং২২/০৫/২০২৪ তারিখ দুপুর ০২.০০ ঘটিকার সময় রায়পুরা থানাধীন শুক্কুরের বাজার উত্তর দিক কলা বাগানের ভিতর নির্জন জায়গা হইতে রায়পুরা থানার মামলা নং- ২৬, তারিখ-২১/০৫/২০২৪ খ্রিঃ , ধারা-১৪৩/৩২৩/৩৪১/৩৬৫/৩৮৫/৫০৬ পেনাল কোড এর অপহৃত ভিকটিম রহমত উল্লাহশামিম (১৭) (বিভাটেক চালক), পিতা- মোঃ বাছেদ মিয়া, সাং-কড়ইতলা, থানা- রায়পুরা, জেলা-নরসিংদীকে উদ্ধার করেন এবং ভিকটিমের বিভাটেক উদ্ধার সহ অপহরনকারী জীবন মিয়া (২০), পিতা- মালু মিয়া, সাং-মহেশপুর বাজার, থানা- রায়পুরা, জেলা-নরসিংদীকে গ্রেফতার করেন।
ধৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss