শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :

উত্তরার মেট্রোরেল টঙ্গী কলেজগেট পর্যন্ত সম্প্রসারণ দাবি এলাকাবাসীর

মাহাবুল ইসলাম গাজীপুর:
  • Update Time : বুধবার, ২২ মে, ২০২৪
  • ৯৫ Time View

উত্তরা ডিয়াবাড়ির মেট্রোরেল টঙ্গীতে সম্প্রসারণ করার ঘোষণার খবরে টঙ্গীর হাজার হাজার মানুষের মধ্যে আনন্দের বন্যা বইছে। শুক্রবার মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক টঙ্গীতে মেট্রোরেলের সম্প্রসারণের ঘোষণা দেওয়ার পর টঙ্গীর সর্বত্র আনন্দের বন্যা শুরু হয়েছে।

টঙ্গীবাসী একে অপরের মাঝে খুশির সংবাদটি নানাভাবে ভাগাভাগি করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেট্রোরেল নিয়ে নানাজন তাঁদের নানা মতামত তুলে ধরছেন নানা দাবি নিয়ে। তাঁদের প্রায় সবার একই দাবি প্রাথমিকভাবে উত্তরা ডিয়াবাড়ির মেট্রোরেল টঙ্গী কামারপাড়া মিলগেট, চেরাগআলী হয়ে টঙ্গী কলেজগেট পর্যন্ত সম্প্রসারণের।

এদিকে গাজীপুর সিটি কর্পোরেশনের উপদেষ্টা সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের চাওয়া উত্তরার মেট্রোরেল টঙ্গী, মাওনা চৌরাস্তা, কালিয়াকৈর ও পূর্বাচল ৩০০ ফিট পর্যন্ত সম্প্রসারণের। এতে ঢাকা রাজধানীতে ঢুকতে বেরুতে পূর্ব পশ্চিম ও উত্তরাঞ্চলের সকল মানুষ মেট্রোরেলের সুবিধা ভোগ করতে পারবে।

জাহাঙ্গীর আলম আরও জানান, গাজীপুরবাসী ও বাইরের জেলাগুলোর মানুষের সুবিধার্থে উল্লেখিত এলাকাগুলোতে মেট্রোরেলের সম্প্রসারণে গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বোচ্চ চাওয়া-পাওয়ার নোট দেয়া হবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার  দফতরে।মেট্রোরেলের প্রকল্প পরিচালক এম এ এন ছিদ্দিক জানান, আগের পরিকল্পনা অনুযায়ী সাভারের আশুলিয়ায় যাওয়ার কথা ছিল উত্তরার মেট্রোরেল, ওই সড়কে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের কারনে এখন আর সাভার আশুলিয়ায় মেট্রোরেল যাচ্ছেী না। এখন টঙ্গী পর্যন্ত বর্ধিত হবে মেট্রোরেলের লাইন।

এমআরটি লাইন-৬ নির্মাণের সময়ই ডিয়াবাড়ি থেকে প্রায় এক কিলোমিটার পথ তৈরি করে রাখা হয়েছিল ভবিষ্যতের কথা ভেবে।এদিকে মেট্রোরেল সম্প্রসারণ নিয়ে কেউ কেউ বলছেন, গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত মেট্রোরেল এগিয়ে নেয়ার। আবার কেউ বলছেন, মেট্রোরেল মাওনা চৌরাস্তা পর্যন্ত নিয়ে যাওয়ার। আবার কারো দাবি জয়দেবপুর শিববাড়ি পর্যন্ত মেট্রোরেল নেওয়ার। তবে সবচাইতে জোরালো দাবি উঠেছে আগে ঢাকা ময়মনসিংহ সড়ক ঘেঁষে  টঙ্গী কলেজগেট পর্যন্ত মেট্রোরেলের সুবিধা নিয়ে আসার, পরে যা করার করা হউক।

শুক্রবার প্রকল্প পরিচালক এম এ এন ছিদ্দিক ঘোষণা দিয়েছেন, উত্তরা ডিয়াবাড়ির মেট্রোরেল টঙ্গী রেলজংশনের রেলস্টেশন পর্যন্ত সংযুক্ত করার! সচেতন মহল বলছেন, টঙ্গী রেলজংশনের রেলস্টেশন পর্যন্ত মেট্রোরেলের সম্প্রসারণ একদমই নয়, যেহেতু টঙ্গী রেলস্টেশন থেকে রাজধানী ঢাকার কমলাপুর পর্যন্ত সাধারণ রেলপথে যাত্রীদের ট্রেনে যাতায়াত সুবিধা বর্তমান বিদ্যমান রয়েছে। এদিকে মেট্রোরেলের প্রকল্প পরিচালক এম এ এন ছিদ্দিক গণমাধ্যমকে জানান, আগে সাভারের আশুলিয়ায় মেট্রোরেলের যে বর্ধিত অংশ নিয়ে যাওয়ার কথা ছিল তা ওই পথে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ হয়ে যাওয়ায় উত্তরা থেকে সাভার আশুলিয়ায় মেট্রোরেল আর সম্প্রসারিত হচ্ছে না।

প্রকল্প পরিচালক আরও জানান, এখন উত্তরার ডিয়াবাড়ি থেকে একটি পথ টঙ্গীকে যুক্ত করতে একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। এরই মধ্যে টঙ্গী অংশে বর্ধিত এ পথের সম্ভাব্যতা যাচাইও শুরু হয়েছে। দ্রুতই নকশা চূড়ান্ত করে টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ হয়ে যাওয়ার কারণে আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। এদিকে উত্তরা ডিয়াবাড়ির মেট্রোরেলের সম্প্রসারণ উত্তরা কামারপাড়া সড়কের ইজতেমা সড়ক এবং টঙ্গী মিলগেট, চেরাগআলী হয়ে টঙ্গী কলেজগেট পর্যন্ত সম্প্রসারণের দাবি তুলেছেন বেশিরভাগ টঙ্গীর স্হানীয় সুবিধাভোগীরা।

টঙ্গীবাসীদের মধ্যে রাজনৈতিক নেত্রী নীলিমা আক্তার লিলি চাইছেন টঙ্গী কলেজগেট হয়ে টঙ্গী গাজীপুর পর্যন্ত মেট্রোরেলের সম্প্রসারণ। টঙ্গী প্রেসক্লাবের সদস্য মকসুদ আহমেদ রবিন বলছেন, মিনিমাম টঙ্গী কলেজ গেট পর্যন্ত। ট্রাফিকের পুলিশ কর্মকর্তা বলছেন, সালনা পর্যন্ত। মুনির এইচ মোল্লার দাবি টঙ্গী মিলগেট হয়ে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত। রাজনীতিবিদ শামিম ইসতিয়াকের চাওয়া টঙ্গী কলেজগেট হয়ে টঙ্গীর গাজীপুরা পর্যন্ত হলে ভালো হয়। আরেক রাজনৈতিক কাজী মোহাম্মদ সেলিম বলছেন, কামারপাড়া দিয়া স্টেশন রোড। হাজী শাহ আলমের চাওয়া চান্দনা চৌরাস্তা হলে ভালো হয়। খোরশেদ আলম বলছেন, গাজীপুর চৌরাস্তা হলে মেট্রোরেলের স্বার্থকতা হবে।

এমনি ভাবে নানা পেশা শ্রেণীর মানুষজনের মধ্যে আনিসুর রহমান, মিজানুর রহমান, জামাল, রফিকুল ইসলাম, ইব্রাহীম ভূইয়া, আবদুল কাইয়ুম, সানি হোসেন মর্তুজার চাওয়া মেট্রোরেল টঙ্গী কলেজগেট পর্যন্ত নিয়ে আসার। টঙ্গীতে মেট্রোরেল নিয়ে আসার খবরে শাহিন উদ্দিন বলেছেন, আলহামদুলিল্লাহ, খুশির সংবাদ, জয়বাংলা জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের, জয়তু শেখ হাসিনা।

সার্ক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল মোঃ আব্দুর রহমান টঙ্গী কলেজগেট হয়ে টঙ্গী গাজীপুরা পর্যন্ত মেট্রোরেলের সম্প্রসারণের দাবি জানিয়েছে

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102