প্রেম, দ্রোহ ও সাম্যের কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত ময়মনসিংহ জেলার ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হচ্ছে ১২৫ তম নজরুল জয়ন্তী এবং ১৬৩ তম রবিন্দ্র জয়ন্তী।
আমাদের জাতীয় কবি এবং কবিগুরুর জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২৪,২৫ ও ২৬ মে তিন দিন ব্যাপী বই মেলার আয়োজন করা হয়েছে। উক্ত বই মেলাটি আয়োজন করা হবে নজরুল বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চ প্রাঙ্গনে।
উক্ত বই মেলায় দেশের বেশ কিছু সুনামধন্য প্রকাশনী তাদের নিজ নিজ স্টলে তাদের বই নিয়ে বসবে। প্রকাশনী গুলোর মধ্যে রয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্র, ঐতিহ্য, দিব্য প্রকাশ, নৈঋতা ক্যাফে, শব্দ মঙ্গল, পাঠক সমাবেশ, অ্যাডর্ন, ইউপিএল, পাঞ্জেরী, সংবেদ এবং ইনস্টিটিউট অফ নজরুল স্টাডিজ।
বই মেলটি উদ্বোধন করা হবে ২৪শে মে, শুক্রবার বিকেল ৪ ঘটিকার সময়। উদ্বোধন পরবর্তী মুহুর্ত থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত বই মেলার কার্যক্রম চলমান থাকবে।
২৫ ও ২৬ মে সকাল ১০ টা হতে রাত ১০ টা পর্যন্ত বই মেলার স্টলগুলো খোলা থাকবে এবং স্টলগুলো সর্বস্তরের পাঠক সম্প্রদায়ের জন্য উন্মুক্ত থাকবে। যেখান থেকে পাঠকগণ বই পড়তে ও নিজেদের পছন্দমতো বই ক্রয় করতে পারবেন।