ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে টাঙ্গাইলের ঘাটাইল, কালিহাতী ও ভূঞাপুর উপজেলায় নির্বাচন চলছে। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে টানা বিকেল চারটা পর্যন্ত। আবহাওয়া অনুকুলে থাকলেও মূলত ধান কাটা শুরু হওয়ায় কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম দেখা গেছে।
সকাল নয়টায় ভূঞাপূর উপজেলার কয়েকটি কেন্দ্র পরিদর্শনে গিয়ে ভোট কেন্দ্র ফাঁকা দেখা যায়। মাঠে শুধু আনসার সদস্যসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে। আনসার সদস্যরা অলস সময় পার করছে। খরক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনে গিয়ে দেখা যায় একই চিত্র। তবে প্রার্থীদের এলাকার কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি বেশি দেখা গেছে।
খরক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুল জলিল টাঙ্গাইল নিউজবিডিকে বলেন, এই কেন্দ্রের ভোটার ৩০০৮। ভোটার উপস্থিতি কম। তবে দেড় ঘন্টায় ভোট পড়েছে দেড়শ’।
ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের অলোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায় এক ঘন্টায় ২২ ভোট পড়েছে। তবে প্রার্থীদের সমর্থকদের দাবী বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়বে। কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার ছানোয়ার হোসেন খান টাঙ্গাইল নিউজবিডিকে বলেন, এই কেন্দ্রে মোট ভোটার রয়েছে ২৫৩২। এরমধ্যে পুরুষ ভোটার ১২৭৯, নারী ভোটার ১২৫৩। সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়লে ভোটার উপস্থিতি বাড়বে।
ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করলেও গত (৮ মে) থেকে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ভূঞাপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎ (মোটরসাইকেল) ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা (আনারস) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। অপর তিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোটে আছেন।
তারা হচ্ছেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মহিলা লীগ নেত্রী নার্গিস বেগম (দোয়াতকলম), আওয়ামী লীগ নেতা ফিরোজ চৌধুরী (হেলিকপ্টার) ও উপজেলা বিএনপির বহিষ্কৃত সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু (ঘোড়া)। ভূঞাপুর উপজেলায় মোট ভোটার এক লাখ ৬৬ হাজার ৮৬৯ জন। এর মধ্যে পুরুষ ৮৪ হাজার ৬৯১ জন ও মহিলা ভোটার ৮২ হাজার ১৭৮ জন।
এদিকে ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান হোসেন (মোটরসাইকেল) ও ছাত্রলীগের সাবেক নেতা মুহাম্মদ আরিফ হোসেন (আনারস) প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঘাটাইল উপজেলায় মোট ভোটার তিন লাখ ৬০ হাজার ৭৮১ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৮১ হাজার ২৬৫ জন এবং মহিলা এক লাখ ৭৯ হাজার ৫১৪ জন। ১২০টি কেন্দ্রের ৮৭১টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
কালিহাতীতে শামীম আল মনসুর সিদ্দিকী ওরফে আজাদ সিদ্দিকী (আনারস), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লার (মোটরসাইকেল) ও হাসমত আলী দোয়াত কলম প্রতীক নিয়ে নির্বাচন করছেন। কালিহাতী উপজেলায় মোট ভোটার তিন লাখ ১২ হাজার ১১২ জন। এরমধ্যে পুরুষ এক লাখ ৫৫ হাজার ৪০৫ জন এবং মহিলা এক লাখ ৫৬ হাজার ৭০৭ জন।
টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান টাঙ্গাইল নিউজবিডিকে জানান, সকাল ৮ টা থেকে ব্যালটের মাধ্যমে জেলার তিনটি উপজেলাতে নির্বাচন শুরু হয়েছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।