উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে গাজীপুরের শ্রীপুরের দুটি কেন্দ্রে শিক্ষকসহ দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাদের এ কারাদণ্ড দেন।
দণ্ডিতরা হলেন, চরবাহার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে দূর্লভপুরের বাসিন্দা মো. ফজলু এবং গোসিংগা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে গোসিংগার বাসিন্দা কামরুল হাসান খান। দণ্ডিত কামরুল হাসান খান উপজেলার রাজেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ইমাম রাজি টুলু বলেন, ‘সকালে ওই কেন্দ্রে ভোটারদের জোরপূর্বক ভোট দেওয়ানোর চেষ্টা এবং প্রকাশ্যে প্রচার চালানোর অভিযোগে কামরুলকে তিন দিনের জেল দেওয়া হয়েছে।’
প্রিসাইডিং অফিসার মোজাম্মেল বলেন, ‘বারবার ঘোরাফেরা করা এবং আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে এ দণ্ড দেন দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট। এ কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ৩৬৫ জন।’এছাড়া আচরণবিধি লঙ্ঘনের দায়ে চরবাহার সরকার প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে দূর্লভপুরের বাসিন্দা মো. ফজলু নামে জনকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম লুৎফর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এ দণ্ড দেন।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শোভন রাংসা জানান, শ্রীপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা তিন লাখ ৯৬ হাজার ৮৯৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৯৭ হাজার ৭১৬ জন, নারী ভোটার এক লাখ ৯৯ হাজার ১৭৪ জন এবং তৃতীয় লিঙ্গ (হিজড়া) ভোটার ৬ জন। মোট ভোটার সংখ্যা তিন লাখ ৯৬ হাজার ৮৯৬ জন।