নরসিংদীতে যাত্রীর ছুরিকাঘাতে ইউনুস মিয়া (৩৮) নামে এক ইজিবাইকচালক নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার হাজীপুর বৌবাজারে এই হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত অজয় দাস (২৩) নামের যাত্রীকে আটক করেছে পুলিশ।
নিহত ইউনুস মিয়া রায়পুরা উপজেলার বটতলী এলাকার শফি উদ্দিনের ছেলে। তিনি শহরতলীর হাজীপুর ইউপির সাবেক চেয়ারম্যান মহালম মিয়ার বাড়িতে পরিবারসহ ভাড়ায় থেকে শহরে ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
নিহতের স্ত্রী আকলিমা বেগম বলেন, ‘প্রতিদিনের মতো দুপুরের দিকে ইজিবাইক নিয়ে বের হন স্বামী ইউনুছ মিয়া। সন্ধ্যায় তাঁকে ছুরিকাঘাতে হত্যার খবর পাই আমরা। খবর পেয়ে নরসিংদী সদর হাসপাতালে গিয়ে তাঁর রক্তাক্ত মরদেহ দেখতে পাই।’
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, ‘হাজীপুরে ভাড়া নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে অজয় দাস নামের এক যাত্রী ইজিবাইকের চালক ইউনুছকে ছুরিকাঘাতে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। অভিযুক্ত যাত্রী অজয় দাসকে আটক করে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে হত্যার বিস্তারিত কারণ বলা যাবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss