গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার জরুন এলাকায় একটি পোশাক কারখানার ১০ তলার ছাদ থেকে লাফ দিয়ে নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১৯ মে) দুপুরে জরুন এলাকায় ইসলাম গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম নীলা খাতুন (৩০)। তিনি সিরাজগঞ্জের কাজিপুর থানার মানিকদাইড় এলাকার লিটন মল্লিকের মেয়ে।পুলিশ ও এলাকাবাসী জানায়, জরুন এলাকায় বাসা ভাড়া থেকে নীলা খাতুন একটি কারখানায় ওভেন সেকশনে জুনিয়র পলিম্যান হিসেবে কাজ করতেন। দুপুরে তিনি ওই কারখানার ১০ তলার ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। এসময় তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে নীলা খাতুনকে মৃত ঘোষণা করে।
গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ওসি একেএম আশরাফ উদ্দিন জানান, কারখানার ১০ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে ওই নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। তবে কি কারণে তিনি ছাদ থেকে লাফ দিয়েছেন তা তাৎক্ষণিক জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss