অভিযোগ সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলা পৌর এলাকার ৮নং ওয়ার্ডের দহিলা বড় হাটপাড়া গ্রামের মো: আইয়ুব আলীর ছেলে মো: নুরুন নবী (৩০) ও বরেন্দ্র বহুমুখী সমিতির ম্যানেজার কে একা পেয়ে ৫/৭ জন একত্রিত হয়ে গত বৃহস্পতিবার রাতে বেধরক মারপিট করে।
আহত নুরুন নবী(৩০) জানায়,আমার মেয়েকে কয়েকদিন যাবত একই গ্রামের মহির উদ্দিনের ছেলে রাসেল(১৬) প্রেমের প্রস্তাব দেয় ও ডিস্টার্ব করে। এটা আমি জানতে পেরে আমার মেয়েকে ও মহির উদ্দিনের ছেলে রাসেলকে(১৬) থাপ্পড় মারি,,যেনো তারা ভয় পেয়ে এসব কাজ আর না করে।আমার থাপ্পর মারাটা সবাই অপরাধের দৃষ্টিতে দেখে এবং গত বৃহস্পতিবার রাতে গ্রাম বাসিরা বিচার বসতে চায়।
বৃহস্পতিবার সন্ধ্যার পরে আমি আমার বাড়ির পাশে একটা কাজ করতেছিলাম, হঠাৎ করেই মহির উদ্দিন এর ছেলে রাসেল এবং একই গ্রামের নাজমুল সহ ৫/৭ জন একত্রিত হয়ে আমায় একা পেয়ে বেধরক ভাবে মারপিট করে।পরে আহত নুরুন নবী(৩০) কে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ভর্তি করানো হয়। বর্তমান আহত নুরুন নবী চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন, এবিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss