বগুড়ার শিবগঞ্জে কীটনাশক এর দোকানের টিনের ছাদ কেটে সংঘবদ্ধ চোরের দল দু:সাহসিক ভাবে নগদ টাকা সহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
থানা পুলিশ খবর পেয়ে পাশ্ববর্তী ক্ষেতলাল উপজেলার ইটেখোলা বাজারে গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে মালামাল উদ্ধার করে। এ ঘটনায় ৪ চোরকে থানা পুলিশ গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ বাজারে অবস্থিত মেসার্স সোমা ট্রেডার্স এর কীটনাশক ও মুদি পণ্য খুচরা ও পাইকারী বিক্রয় কেন্দ্রের প্রো: সাইফুল ইসলাম লিটনের টিনসেট দোকানের ছাদ কেটে সংঘবদ্ধ চোরের দল রাতের আধারে বিভিন্ন প্রকারের কীটনাশক ঔষধ, নগদ টাকা সহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে পুলিশ রাতেই পার্শ্বেবর্তী ক্ষেতলাল উপজেলার ইটেখোলা বাজারের ব্যবসায়ী ওসমান-উজ-জোহা এর কীটনাশকের দোকানে অভিযান চালিয়ে উল্লেখিত মালামাল পুলিশ উদ্ধার করে।
তার স্বীকারোক্তিতে শিবগঞ্জ উপজেলার সোনাপুরা গ্রামের মগা মিয়ার ছেলে নাজু (৩০) ও মাচইল গ্রামের আলাল উদ্দিনের ছেলে মুনছুর রহমান এবং কালাই উপজেলার মোলামগাড়ী গ্রামের সাগরকে গ্রেফতার করে। এব্যাপারে কীটনাশক ব্যবসায়ী সাইফুল ইসলাম লিটন বলেন, আমি প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ রেখে বাড়িতে চলে যায়। পরের দিন সকালে দোকান খুলে দেখতে পাই, টিনের ছাদ কেটে দোকানের ক্যাশের তালা ভেঙ্গে নগদ টাকা সহ ১০ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়ে গেছে।
এব্যাপারে থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন, এ চুরির ঘটনায় সাইফুল ইসলাম লিটন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন । মামলার প্রেক্ষিতে চুরাই মালামাল রাখার দায়ে দোকানদার সহ ৪জনকে গ্রেফতার করে জেলহাজুতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss