গাজীপুরের ভোগড়ায় পেয়ারাবাগান গরুকাটা ব্রিজ এলাকায় আগুনে পুড়ে গেছে তিনটি কলোনির অর্ধশতাধিক ঘর। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গতকাল বুধবার দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, বুধবার দিবাগত রাত ৩টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া পেয়ারাবাগান এলাকায় শ্রমিক কলোনিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ভোগড়া গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার স্টেশনের তিনটি ও কোনাবাড়ী মর্ডান ফায়ার স্টেশনের দুইটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। তাদের সম্মিলিত প্রচেষ্টায় এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, আগুনে কাঁচা পাকা টিনশেডের তিনটি কলোনির অর্ধশতাধিক ঘর পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss